প্রকাশিত: Sun, Jan 15, 2023 3:34 PM
আপডেট: Sat, May 10, 2025 9:47 PM

আখেরী মোনাজাত, একটি বিনীত প্রশ্ন

মাসুদ রানা : সারা বিশ^কে অন্তর্ভুক্ত না-করে, শুধু ‘মুসলিম উম্মাহ্র সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত’Ñ কেমন লাগে তাঁর কাছে, যাঁর কাছে মুনাজাত করা হয় সারা বিশে^র স্রষ্টা ও প্রতিপালক মেনে? অথচ সমৃদ্ধি বলতে যা বুঝায়, তার সৃষ্টিতে আছে বিশ্বমানবতার অহর্নিশ সংযোজিত ও সম্মিলিত প্রচেষ্টা ও অবদান! কীভাবে ও কোন মানসিকতায় আমি ভিনধর্মী প্রতিবেশীর প্রতি নির্বিকার থেকে শুধু আমার পরিবারের উদ্ধার চাইতে পারি, যখন সারাদেশ বন্যায় কিংবা ভূকম্পে বিধ্বংসিত হয়? এটি কি মনের সংকীর্ণতা ও  মলিনতা নয়? ‘তুমি নির্মল কর, মঙ্গল করে/মলিন মর্ম মুছায়ে।’ লণ্ডন, ইংল্যাণ্ড